এইমাত্র পাওয়া

যেকারণে ৫০০ শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ

নিউজ ডেস্ক।।

নোয়াখালীর সদর উপজেলায় ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করেছে চরমটুয়া ইউনিয়ন ছাত্রলীগ।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে উদয়সাধুর হাট পানা মিয়া টি.এফ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বৃহত্তর চরমটুয়ার তিনটি ইউনিয়নের মাধ্যমিক, দাখিল, কিন্ডারগার্টেন ও দুটি কলেজসহ ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকাভুক্ত মেধাবীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এতে অর্থায়ন করেন চরমটুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু।

এ সময় পানামিয়া টি.এফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চরমটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু, চরমটুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বাবু সুনীল কুমার শীল, নোয়াখালী মডেল কলেজের অধ্যক্ষ মোস্তফা হায়দার মাহমুদ, ঠেকার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাশেম, চরমটুয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. সোলাইমান হাজী প্রমুখ।

ছাত্রলীগ নেতা মো. সোলাইমান হাজী জাগো নিউজকে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন ‘আমাদের সোনার দেশের সোনার মানুষ হতে হবে’। সেই উক্তিকে ধারণ করে শিক্ষার্থীদের সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন। ভবিষ্যতে আরও বড় পরিসরে মেধাবীদেরকে সম্মানিত করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.