৩৭তম বিসিএস উর্ত্তীদের মধ্যে থেকে আরও ৯৯ জনকে নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার কমিশনের বিশেষ সভায় নিয়োগের জন্য সাময়িকভাবে এই সুপারিশ করা হয়। সুপারিশকৃতদের তালিকা পিএসসির ওয়েবসাইটে (bpsc.gov.bd) পাওয়া যাচ্ছে।
এর আগে ৫৭৮ জনকে প্রথম শ্রেণির পদে নিয়োগের সুপারিশ করেছিলো পিএসসি। এবার সরকারের গুরুত্বপূর্ণ ২১টি মন্ত্রণালয় বা বিভাগের ৯৯টি পদে এই নিয়োগের সুপারিশ করা হয়েছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমাল-২০১০ যা সংশোধিত বিধিমাল-২০১৪ বিধান অনুযায়ী ৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে ৯৯ জন প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে কমিশন সুপারিশ করেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের পরিসংখ্যান কর্মকর্তা পদে ২০ জন, রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের সহকারি সার্জন পদে ১২জন, মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পদে ১৮ জনসহ সর্বমোট ২১ ক্যাটাগরিতে ৯৯টি পদের জন্য সুপারিশ করে ফল প্রকাশ করেছে পিএসসি। ৩৭তম বিসিএসে এই ৯৯ জনসহ মোট ৬৭৭ জনকে নন-ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.