মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের অক্সফোর্ড হাই স্কুলের ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত সহকারী শিক্ষক আশরাফুল ও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকারের ফাঁসি ও স্কুলটি বন্ধের দাবীতে মানববন্ধন করেছে ওই এলাকার ১৪টি স্কুলের শিক্ষার্থীরা।
৩০ জুন রবিবার সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীসহ অনেক এলাকাবাসীর অংশগ্রহণ করেন। মানববন্ধনটি মৌচাক বাসস্ট্যান্ড থেকে সানাড়পাড় বাসস্ট্যান্ড হয়ে এক কিলোমিটার রাস্তা ছাড়িয়ে যায়। শিক্ষকদের ফাঁসির দাবিতে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষার্থী ও এলাকাবাসীদের সাথে শতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা। মানববন্ধনে বক্তারা অভিযুক্ত শিক্ষকদের গ্রেফতার করায় আইনসৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান ও তাদের সেই সাথে তাদেরকে বিচার পক্রিয়ার মাধ্যমে সর্ব্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন। পাশাপাশি অক্সফোর্ড হাই স্কুলটিকে বন্ধেরও দাবি জানান।
মানববন্ধন চলাকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিঃ পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ সহ আরো পুলিশ সদস্য উপস্থিন হন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার বলেন,আমারা অভিযুক্ত শিক্ষকদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছি। তবে প্রতারণার শীকার শিক্ষার্থীর অভিভাবকরা যদি মামলা করতে চায় ,তবে আমার তাদের করা মামলা মোতাবেক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.