শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ পবিত্র রমজান মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় থাকছে ইফতারের ব্যবস্থা। ৫০ টাকার ইফতার প্যাকেজে মিলবে আটটি আইটেম। গতবছর সেহরি খাওয়ার ব্যবস্থা থাকলেও এবার সেটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
জানা যায়, ৫০ টাকা মূল্যের ইফতার প্যাকেজে থাকবে মোট ৮টি ভিন্ন ভিন্ন আইটেম। তার মধ্যে এক প্যাকেট মুড়ি, একবাটি ছোলা, একটি আলুর চপ, একটি বেগুনি, একটি পিঁয়াজু, দুইটি খেজুর ও একগ্লাস শরবত। পাশাপাশি প্রতিদিন ভিন্ন ধরণের ফল থাকবে একটি।
ক্যাফেটেরিয়ার পরিচালক মো. মাসুদ বলেন, প্রথম রোজা থেকেই ইফতারের ব্যবস্থা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে এই আয়োজন। এই আয়োজন থাকবে মাসব্যাপী।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ইফতারের আয়োজনে স্বস্তি প্রকাশ করেছে শিক্ষার্থীরা। দামের দিক থেকে সাশ্রয় হবার পাশাপাশি একসঙ্গে বসে ইফতার করার সুযোগে খুশি তারা। তবে গতবছরের মত এবছরও সেহরির ব্যবস্থা চান শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, এখন সবকিছুর দাম বেশি। গতবার ৪০ টাকার প্যাকেজ ছিল এটা এবার ৫০ টাকা করা হয়েছে। ক্যাফেটেরিয়ার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই এই দাম নির্ধারণ করেছি, যেন তাদেরও কিছু টাকা থাকে আবার শিক্ষার্থীদেরও যেন চাপ না হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।