১০ম শ্রেণির ২ শিক্ষার্থী হত্যায় ৯ম শ্রেণির ২ শিক্ষার্থী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ জেলার বাউফলে চাঞ্চল্যকর দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় সৈকত (১৪) ও সিফাত (১৪) নামে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) ভোর রাতে সিফাতকে সূর্যমনির ইন্দ্রকুল গ্রাম থেকে এবং সৈকতকে কালাইয়া থেকে গ্রেপ্তার করা হয়।

বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত বুধবার (২২ মার্চ) বাউফলের সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মারুফ (১৫), নাফিস (১৫) ও সিয়াম ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নাইম, রায়হান, হাসিবুল, সৈকত ও সিফাত তাদের মারধর করে এবং একপর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

তাদেরকে উদ্ধার করে প্রথমে বাউফল হাসপাতালে ও পরে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারুফ ও নাফিস মারা যায়। নিহতদের ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকালে গ্রামের বাড়িতে লাশ দাফন করা হয়।

কিশোর গ্যাংয়ের হাতে এ জোড়া খুনের ঘটনায় গোটা বাউফলে চাঞ্চলের সৃষ্ট করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়