ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় নেকমরদ বাজারে হাজার বছররের শ্রেষ্ঠ বাঙালি জাতি জনক বঙ্গধন্ধু শেখ মুজিবুর রহমানকে চিরস্মরনীয় করে রাখার নিমিত্তে স্বাধীনতাত্তোর ১৯৭২ সালের ৩০ জুনে ত্ৎকালীন বীর মুক্তিযোদ্ধা,আওয়ামীলীগ নেতৃবৃন্দ, এমপি, এমসিএ, দিনাজপুর জেলার এসপি, মহকুমার এসডিও, এলাকার আপামর জনগণের ঐকান্তিক চেষ্টায় ও বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালবাসা নিদর্শন স্বরুপ প্রতিষ্ঠিত হয় নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ।
বিদ্যানুরাগী জনগণ, প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী বঙ্গধন্ধু তথা জাতির জনকে প্রাণের চেয়েও বেশি ভালবাসেন বলেই ৪৮ বছর ধারে কলেজটি সুচারুরুপে পরিচালিত হয়ে আসছে। জাতির জনকের ভাস্কর্য শোভিত ফলদ, বনজ গাছগাছালি বেষ্ঠিত অত্যন্ত মনোরম পরিবেশে ৫.১৫ একর জমির উপর প্রতিষ্ঠিত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯১ সালের ২২ সেপ্টেম্বর কলেজ মাঠে বিশাল জনসভা শেষে নেকমরদ পানি উন্নয়ন বোর্ডের বাংলোতে নেতাকর্মীদের সাথে আলাপকালে কলেজটিকে সরকারি করণসহ কিছু করার কথা বলেছিলেন কিন্ত তখন ক্ষমতায় না আসায় তা সম্ভব হয়নি।
কলেজ কর্তৃপক্ষ মনে করেন যে, আওয়ামীলীগ ক্ষমতায় রয়েছে, তাই, মাননীয় প্রধানমন্ত্রীর কলেজটিকে জাতীয়করণ করার প্রয়োজনীয় নির্দেশনা দিবেন। উল্লেখ্য যে, এ উপজেলায় এখনো কোন কলেজ সরকরি হয়নি। চারটি ভবণসহ কলেজের অবকাঠামো, যাতায়ত ব্যবস্থা, শিক্ষক, কম্পিউটার ল্যাব, বিশাল লাইব্রেরী, খেলার মাঠ, ছাত্র/ছাত্রী, পাবলিক পরীক্ষার ফলাফল সবই সরকারী করণের শর্ত পূরণে সক্ষম। রানীশংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী তিন উপজেলার প্রথম কলেজ এটি। এলাকাবসীর আশা, হাজার বছররের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গধন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে প্রতিষ্ঠিত “নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজটি জাতীয়করণ করতে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের প্রয়োনীয় নির্দেশনা দিবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.