এইমাত্র পাওয়া

তৃতীয় শ্রেণির ছাত্রী সুচিত্রার শিক্ষাযুদ্ধ

তৃতীয় শ্রেণির ছাত্রী সুচিত্রা, তার বাবা একজন রিকশাচালক। দরিদ্র এই পরিবারের বাড়িতে নেই বিদ্যুত সংযোগ। এদিকে সুচিত্রারও পড়াশুনা চালিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা। আর তাই সড়কের পাশের সড়কবাতিই সুচিত্রার ভরসা। সেই আলোতে সুচিত্রা চালিয়ে যাচ্ছে পড়াশুনা।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের চন্দনা-বিশুর মোড় এলাকায় মা রুপালী কর্মকারের সঙ্গে সুচিত্রা কুমারিকার বসবাস। সড়কের ধারে ঝুপরি ঘরে মা-মেয়ের জীবন-যাপন। বাবা সুনীল কর্মকার ঢাকায় রিকশা চালান। সুচিত্রা বাড়ির পাশে যাদুপুর সরকারি প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থী।

সুচিত্রা কুমারিকা জানায়, পড়ালেখার প্রবল ইচ্ছে তার। দিনের অধিকাংশ সময় স্কুলে থাকতে হয়। দিনের অবশিষ্ট সময় পরিবারের কাজে মাকে সহযোগিতা করতেই বয়ে যায়। পড়ালেখা করার সময় হয় না দিনের আলোয়। টাকার অভাবে বাবা বাড়িতে বিদ্যুৎসংযোগ নিতে পারেননি। আবার টানাটানির সংসারে হারিকেনের আলোয় পাড়াশুনার সুযোগ নেই তেমন। সমবপতি চন্দনা-বিশুরমোড় এলাকায় সৌর বিদ্যুতের একটি সড়কবাতি বসানো হলে দু’চোখে আশার আলো দেখে সে। সন্ধ্যার পর সেই আলোয় পড়ালেখা শুরু করে সে।

স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জের নাচোল-রহনপুর সড়কের চন্দনা এলাকাটি ব্যস্ততম। চলাচল করে বাস, ট্রাক, মোটরসাইকেল, ভটভটি, নশিমন-করিমন, রিকশাসহ বিভিন্ন যানবাহন। এরপরও ঝুঁকিপূর্ণ ভাবেই সড়কের সড়কবাতির আলোয় চলে পাঠগ্রহণ। সম্প্রতি সুচিত্রাকে অনুকরণ করে তার সঙ্গে সড়ক বাতির আলোয় পড়তে আসে আরো কয়েকজন শিশু শিক্ষার্থী।

সুচিত্রার মা রুপালী কর্মকার জানান, মেয়ের প্রবল ইচ্ছে পড়ালেখার। তাই তিনি আর বাধা দেননি সড়কবাতির আলোয় বই পড়তে। তবে যানবাহন চলাচলের কারণে তিনি থাকেন আতঙ্কে, যদি কখনো দুর্ঘটনা ঘটে যায়!

স্থানীয় বৃদ্ধ আব্দুর লতিফ জানান, চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারায় এলাকার ১৫টি ভূমিহীন পরিবার বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত দীর্ঘদিন। আর তাই বাড়িতে আলোর অভাবে সুচিত্রা পড়ালেখা করে সৌর বিদ্যুতের সড়ক বাতির আলোয়।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা জানান, সড়কবাতির অলোয় সুচিত্রার লেখাপড়ার বিষয়টি সম্প্রতি তিনি জেনেছেন। এ বিষয়ে পদক্ষেপ নিয়ে চন্দনা-বিশুর মোড় এলাকার দরিদ্র পরিবারগুলোকে নূন্যতম অর্থে বিদ্যুৎসংযোগ সরবরাহের নির্দেশ দেয়া হয়েছে।সুত্র বাংলা


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.