প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
ওয়াহিদা নার্গিস, প্রধান শিক্ষক, খিলগাঁও স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকা
অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন
ষষ্ঠ অধ্যায় : জলবায়ু ও দুর্যোগ
১। আবহাওয়া কাকে বলে?
উত্তর : কোনো স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে।
২। জলবায়ু বলতে কী বোঝো?
উত্তর : সাধারণত ৩০-৪০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়।
৩। বাংলাদেশে দুর্যোগের ২টি প্রাকৃতিক কারণ লেখো।
উত্তর : ক) প্রাকৃতিক অবস্থান
খ) জলবায়ুগত কারণ।
৪। দুটি মানবসৃষ্ট দূষণের নাম লেখো।
উত্তর : শিল্প-কারখানা ও যানবাহনের ধোঁয়া।
৫। বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ কী?
উত্তর : মানবসৃষ্ট দূষণের ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে।
৬। জলাশয় শুকিয়ে যাচ্ছে কেন?
উত্তর : বিশ্বের জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং জলাশয় শুকিয়ে যাচ্ছে।
৭। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ২টি প্রভাব লেখো।
উত্তর : ক) ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে।
খ) গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
৮। ‘ক’ নামক দেশের ২০ শতাংশ এলাকা ২০৫০ সালের মধ্যে সমুদ্রে তলিয়ে যেতে পারে। এটি কোন দেশ?
উত্তর : বাংলাদেশ।
৯। দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়গুলো কী কী?
উত্তর : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
১০। ২০০৭ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি ঘূর্ণিঝড়, যার গতিবেগ ছিল ১৬০ কিলোমিটার, যা ৩৪৪৭ জনের প্রাণহানি ঘটায়। ঘূর্ণিঝড়টির নাম কী?
উত্তর : ঘূর্ণিঝড় সিডর।
১১। নদীভাঙনের একটি প্রাকৃতিক কারণ রয়েছে। সেটি কী?
উত্তর : বন্যা।
১২। নদীভাঙনের মানবসৃষ্ট দুটি কারণ লেখো।
উত্তর : ক) নদী থেকে বালু উত্তোলন।
খ) নদীতীরবর্তী গাছপালা কেটে ফেলা।
১৩। কী কী কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্থ হয়?
উত্তর : মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণে অনেক সময় নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্থ হয়।
১৪। পানি উন্নয়ন বোর্ড নদীর পাড় রক্ষায় যেসব কাজ করে যাচ্ছে সেসবের দুটি লেখো।
উত্তর : ক) বন্যা প্রতিরোধে বাঁধ তৈরি।
খ) সেচের জন্য কালভার্ট ও স্লুইস গেট নিয়ন্ত্রণ ব্যবস্থা।
১৫। খরার মানবসৃষ্ট দুটি কারণ লেখো।
উত্তর : ক) গাছ কেটে ফেলা।
খ) কলকারখানার মাধ্যমে বায়ুদূষণের ফলে তাপমাত্রা বেড়ে যায় এবং পরিবেশ শুষ্ক হয়ে যায়।
১৬। খরার দুটি ফলাফল লেখো।
উত্তর : ক) খাবার পানির অভাব দেখা যায়।
খ) মাঠে ফসল ফলাতে কষ্ট হয়।
১৭। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্য কী কী?
উত্তর : দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্পসংখ্যক নদী থাকার কারণে এসব অঞ্চলে খরার প্রবণতা বেশি।
১৮। বাংলাদেশের চারটি জেলা সবচেয়ে খরাপ্রবণ। সেগুলো কী কী?
উত্তর : রাজশাহী, বগুড়া, রংপুর ও দিনাজপুর।
১৯। বর্ষা মৌসুমের প্রধান ফসল, যার ১৭ শতাংশেরও বেশি সাধারণত এক বছরে খরার কারণে নষ্ট হয়ে যেতে পারে। এ ফসল কোনটি?
উত্তর : আমন ধান।
২০। ভৌগোলিক অবস্থানের কারণে একটি দেশে ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে। দেশটি কোন দেশ?
উত্তর : বাংলাদেশ।
২১। বাংলাদেশে কোন ধরনের ভূমিকম্প হয়ে থাকে?
উত্তর : মাঝারি ধরনের।
২২। ভূমিকম্প মোকাবেলায় কী ব্যবস্থা নিলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব?
উত্তর : ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে।
২৩। বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে কী কী হওয়ার আশঙ্কা রয়েছে?
উত্তর : সুনামি ও বন্যা।
২৪। ভূমিকম্পের সময় ২টি করণীয় লেখো।
উত্তর : ক) পুরোপুরি শান্ত থাকতে হবে। খ) বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে।
সপ্তম অধ্যায় : মানবাধিকার
১। একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে ‘মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র’। প্রতিষ্ঠানটির নাম কী?
উত্তর : জাতিসংঘ।
২। মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র কখন অনুমোদিত হয়?
উত্তর : ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর।
৩। মানবাধিকার বলতে কী বোঝো?
উত্তর : জাতি-ধর্ম-বর্ণ, বয়স, নারী-পুরুষ, আর্থিক অবস্থাভেদে বিশ্বের সব দেশের সব মানুষের সব সুবিধা পাওয়ার অধিকারকে মানবাধিকার বলে।
৪। মানবাধিকারের দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর : ক) স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার
খ) শিক্ষা গ্রহণের অধিকার।
৫। মানবাধিকার রক্ষায় দুটি করণীয় লেখো।
উত্তর : ক) সবাইকে সচেতন করা।
খ) মানবাধিকারবিরোধী কাজ হলে প্রয়োজনে প্রতিবাদ করা।
৬। অটিজম বলতে কী বোঝো?
উত্তর : অটিজম মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা, এটি কোনো মানসিক রোগ নয়।
৭। অটিস্টিক শিশু কারা?
উত্তর : যেসব শিশু অটিজম সমস্যায় আক্রান্ত, অন্যের স্পর্শে আঁতকে ওঠে এবং একই কাজ একটানা করতে থাকে, সেসব শিশুকে অটিস্টিক শিশু বলে।
৮। অটিস্টিক শিশুর দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর : ক) অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ।
খ) সব কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়।
৯। রাহাত তোমার সহপাঠী, অন্যের সংস্পর্শে সে আঁতকে ওঠে। তার সঙ্গে তুমি কেমন ব্যবহার করবে?
উত্তর : আমি তার সঙ্গে মিলেমিশে থাকব এবং এমন আচরণ করব না, যাতে সে কষ্ট পায়।
১০। শিশুদের ভিন্ন ভিন্ন আচরণকে গ্রহণ করা কিসের অন্তর্ভুক্ত?
উত্তর : মানবাধিকারের।
১১। মানবাধিকার লঙ্ঘনের দুটি উদাহরণ দাও।
উত্তর : ক) অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত;
খ) অনেক সময় শিশুদের বিদেশে পাচার করে দেওয়া হয়, এটি মানবাধিকারবিরোধী কাজ।
১২। আতিকের বয়স ১০ বছর, সে ইটের ভাটায় কাজ করে। এ ক্ষেত্রে কী লঙ্ঘিত হচ্ছে?
উত্তর : মানবাধিকার।
১৩। বাংলাদেশে কত বছরের কম বয়সীদের শ্রম বেআইনি?
উত্তর : ১৮ বছরের কম বয়সী।
১৪। নারী অধিকার লঙ্ঘনের দুটি উদাহরণ দাও।
উত্তর : ক) মেয়েরা ছেলেদের মতো শিক্ষার সমান সুযোগ পায় না
খ) কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের সমান পারিশ্রমিক পায় না।
১৫। নমিতা একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করে, তাকে গৃহকর্ত্রী নির্যাতন করেন। এ ক্ষেত্রে আমাদের কী করা উচিত?
উত্তর : আমাদের এ ধরনের মানবাধিকারবিরোধী কাজের বিরুদ্ধে আইনের সহায়তা গ্রহণ করা উচিত।
১৬। নারী অধিকার রক্ষায় আমাদের দায়িত্ব কী?
উত্তর : আমাদের উচিত নারীর অধিকার রক্ষায় কাজ করা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.