এইমাত্র পাওয়া

‘সাংবাদিক ছাড়া গণমাধ্যম মালিকদের অস্তিত্ব নেই’

নিউজ ডেস্ক।।
সাংবাদিক ছাড়া গণমাধ্যম মালিকদের অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ। সোমবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ মন্তব্য করেন।

এদিকে সংবাদপত্রকর্মীদের নতুন বেতন কাঠামো নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশের ওপর দুই মাসের স্থিতাবস্থা দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। শুনানিতে আপিল বিভাগ বলেছেন, সাংবাদিক ছাড়া গণমাধ্যম মালিকদের অস্তিত্ব নেই।

শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন রেখেছেন। অ্যাটর্নি জেনারেল বলেছেন, গেজেট প্রকাশের আগে নবম ওয়েজবোর্ড চ্যালেঞ্জ করা ঠিক হয়নি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.