এইমাত্র পাওয়া

মিরপুরে ‘কিশোর গ্যাং’র ২৪ সদস্য আটক

ন্ডি সেবনরত অবস্থায় রাজধানীর মিরপুর থেকে ২৪ সদস্যের এক ‘কিশোর গ্যাং’ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। গতকাল শনিবার দুপুরে মিরপুর-১ নম্বরে অবস্থিত শাহআলী মাজার রোডসহ বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ১৯ জনকে ছয় মাসের জন্য কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। আর অপর ৫ জনের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দীন আহমেদ।

নিজাম উদ্দীন জানান, কিশোর গ্যাংটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিল। আমদের নজরদারি ছিল এর সদস্যদের দিকে। দুপুরে অভিযান চালিয়ে ড্যান্ডি সেবনরত অবস্থায় কয়েকজনকে আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে অন্যান্যদের আটক করা হয়। তাদের কাছে ছোট ছোট ব্লেড পাওয়া যায়।

তিনি আরও জানান, এসব ব্লেড দিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা রাতে নির্ঝন স্থানে পথচারী ও যাত্রীদের কাছ থেকে চুরি, ছিনতাই করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছে তারা।

আটকদের মধ্যে কয়েকজন প্রাপ্তবয়স্ক। তারা ড্যান্ডি ছাড়াও গাঁজাসহ বিভিন্ন মাদকসেবন করত। সংঘবদ্ধ হয়েই চুরি, ছিনতাই করত তারা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের মধ্যে ১৯ জনকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয় ও পাঁচজনকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয় বলেও জানান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দীন আহমেদ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.