ম্যানেজিং কমিটির বিরুদ্ধে আসছে কঠোর সিদ্ধান্ত

সারাদেশের মাদরাসাগুলোর ম্যানেজিং কমিটি নিয়ে রয়েছে অভিযোগের পাহাড়। কোথাও কোথাও মাদরাসার সভাপতি সর্বেসর্বা হয়ে জেঁকে বসছেন প্রতিষ্ঠানের ওপর। কমিটির দুর্নীতিতে অতিষ্ঠ শিক্ষকদের প্রাণ। এছাড়া মাদরাসাগুলোতে সাম্প্রদায়িকতা প্রশ্রয় দেয়ার অভিযোগ বহুদিনের। তাই, সারাদেশের গুলোতে বিদ্যমান প্রবলেমেটিক ম্যানেজিং কমিটি চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে সরকার। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের প্রেক্ষিতে ইতোমধ্যেই ৯৪টি মাদরাসার ‘প্রবলেমেটিক’ ম্যানেজিং কমিটির তালিকা তৈরি করা হয়েছে। মাঠ পর্যায়ে এসব প্রবলেমেটিক ম্যানেজিং কমিটির তথ্য সংগ্রহ শুরু করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্র জানায়, সারাদেশে মাদরাসাগুলোতে বিদ্যমান ম্যানেজিং কমিটিগুলোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এ প্রেক্ষিতে প্রবলেমেটিক ম্যানেজিং কমিটি গুলোকে চিহ্নিত করার উদ্যোগ নেয়া হয়েছে। গত ১ আগস্ট মাদরাসা শিক্ষা বোর্ডকে এই নির্দেশনা দেয়া হয়।

এদিকে মাদরাসা শিক্ষা বোর্ড সূত্র জানায়, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সারাদেশের ৯৪টি মাদ্রাসার প্রবলেমেটিক ম্যানেজিং কমিটির তালিকা তৈরি করা হয়েছে। এ তালিকায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১১টি, রাজশাহী বিভাগের ১৩টি, রংপুর বিভাগের ২৭টি, খুলনা বিভাগের ১৩টি, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৪টি এবং বরিশাল বিভাগের ১৬টি মাদরাসার প্রবলেমেটিক ম্যানেজিং কমিটির সদস্যদের নাম রয়েছে।

সূত্র আরো জানায় প্রবলেমেটিক ম্যানেজিং কমিটিগুলোর বিরুদ্ধে আসা অভিযোগগুলো যাচাইয়ের উদ্যোগ নিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। জেলা শিক্ষা কর্মকর্তাদের তালিকায় থাকা নিজ জেলার মাদরাসাগুলো পরিদর্শন করে ‘প্রবলেমেটিক’ ম্যানেজিং কমিটি সম্পর্কে তথ্য পাঠাতে বলা হয়েছে। ৭ আগস্টের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা মাদরাসাগুলোর ইআইআইএন, নাম, ঠিকানাসহ ম্যানেজিং কমিটির সমস্যা চিহ্নিত করে মাদরাসা শিক্ষা বোর্ডে প্রতিবেদন পাঠাবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.