অবশেষে এ বছরের সেপ্টেম্বরে গ্যালাক্সি ফোল্ড বাজারে আসবে বলে জানিয়েছে স্যামসাং। সাম্প্রতিক এক টুইট বার্তায় গ্যালাক্সি ফোল্ড সম্পর্কিত এই বিষয়গুলো নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, জুন মাসে গ্যালাক্সি ফোল্ড বাজারে আসার কথা থাকলেও গুণগত মান নিশ্চিত করার স্বার্থে ফোনটির বাজারে আসার তারিখ পিছিয়ে দেওয়া হয়।
প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেটের বরাতে জানা গেছে, গ্যালাক্সি ফোল্ডকে আরও টেকসই করার লক্ষ্যে ইনফিনিটি ডিসপ্লের নিরাপত্তা লেয়ার ‘বেজেল’-এর বাইরেও বর্ধিত করা হয়েছে। এছাড়া ডিসপ্লের নিচে মেটাল লেয়ার যোগ করা হয়েছে এবং উপরে ও নিচের হিঞ্জ ক্যাপকে আরও উন্নত করা হয়েছে।স্যামসাংয়ের তরফ থেকে জানানো হয়েছে, শুধু হার্ডওয়্যার নয়, ফোল্ডের সফটওয়্যার উন্নয়নেও কাজ করা হচ্ছে। এদিকে সেপ্টেম্বরে নির্ধারিত কিছু বাজারে এটি ছাড়ার কথা বলা হলেও, ঠিক কোন কোন বাজারে গ্যালাক্সি ফোল্ড আসবে তা এখনও পরিষ্কার করে জানায়নি স্যামসাং।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.