এইমাত্র পাওয়া

ঝালকাঠিতে ছেলেধরা গুজব প্রতিরোধে মসজিদে পুলিশের সচেতনতামূলক প্রচারণা

বিন-ই-আমিন,ঝালকাঠিঃ

ছেলেধরা গুজব প্রতিরোধে ঝালকাঠিতে বিভিন্ন মসজিদে জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা ও সভা করা হয়েছে। ‘পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এটি একটি গুজব আর এ গুজবে বিভ্রান্ত না হয়ে ছেলেধরা সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়ার অনুরোধ জানানো হয় সভা থেকে। গুজব থেকে মানুষকে সচেতন করতে জেলা পুলিশ এ সভার আয়োজন করে। শুক্রবার দুপুরে নেছারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান।

এ সময় মাওলানা খলীলুর রহমান নেছারাবাদীসহ প্রায় ১০ হাজার মুসুল্লী উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান বলেন, ‘আইন কোন অবস্থাতেই হাতে তুলে নেওয়া যাবে না। গুজবে কান না দিয়ে সন্দেহভাজন ব্যক্তির সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। গুজব থেকে জনগনকে সচেতন করতে এবং কোথাও ছেলেধরা সন্দেহ হলে আইন নিজেদের হাতে তুলে না নিয়ে প্রয়োজনে ৯৯৯ এ কল দেওয়ার অনুরোধ করেন তিনি।

এর আগে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের কৃষ্ণকাঠি এবায়েদুল্লাহ জামে মসজিদে উপস্থিত মুসুল্লীদের সামনে গুজব থেকে মানুষকে সচেতন করতে সচেতনতামূলক বক্তব্য রাখেন তিনি। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাসন্ডা ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির। গুজব রোধে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নির্দেশে জেলা পুলিশের পক্ষ থেকে জেলার গুরুত্বপূর্ণ সকল স্থানে সচেতনতামূলক সভা করা হয়। এছাড়ার লিপলেট বিতরণ ও মাইকিংসহ বিভিন্ন রকমের প্রচারণা চলছে। জেলার সাধারণ মানুষ পুলিশের এ কার্যক্রমে সন্তুষ্ট। এজেলায় এখন পর্যন্ত ছেলে ধরা বিষয়ে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading