এইমাত্র পাওয়া

সঞ্চয়পত্র নিয়ে বিভ্রান্তি, ঠকছেন সাধারণ মানুষ

সঞ্চয়পত্রের সুদের ওপর কর আরোপ নিয়ে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে। আর গ্রাহকেরা বারবার বিভ্রান্তিতে পড়ছেন।

বাজেট উপস্থাপনের দিন গত ১৩ জুন থেকেই মূলত এ বিভ্রান্তির শুরু। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট বক্তব্যে কর আরোপ নিয়ে কিছু বলেননি। কিন্তু একই দিন অর্থবিলে সব সঞ্চয়পত্রের সুদের ওপর ১০ শতাংশ উৎসে কর কেটে রাখার ঘোষণা দেওয়া হয়, আগে যা ছিল ৫ শতাংশ।

এ নিয়ে সংসদে এবং বাইরে সমালোচনা হলেও এ বিষয়ে কোনো পরিবর্তন ছাড়াই বাজেট পাস করা হয়। ফলে উৎসে কর ১ জুলাই থেকে আরোপ হয়ে যায়। প্রশ্ন ওঠে, এত দিন ৫ শতাংশ উৎসে কর দিয়ে যাঁরা মুনাফা পাচ্ছিলেন কিন্তু মুনাফা তোলেননি, তাঁদের কত শতাংশ কর দিতে হবে? সরকারের পক্ষ থেকে এখনো তা স্পষ্ট করা হয়নি।

তাই বিভ্রান্তিও কাটেনি। এ কারণে জুনের শেষ ১৫ দিন বাংলাদেশ ব্যাংক, ডাকঘরসহ সব জায়গায় ছিল বিপুলসংখ্যক গ্রাহকের ভিড়। এমনকি গ্রাহকদের টাকা দিতে রাত ১০টা পর্যন্তও অফিস খোলা রাখতে হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক একজন অতিরিক্ত সচিব বলেন, অস্পষ্ট প্রজ্ঞাপনগুলোর কারণে প্রতিবার ভোগান্তি পোহাতে হয়। অথচ দুটি লাইন বাড়িয়ে লিখলেই স্পষ্ট প্রজ্ঞাপন জারি করা সম্ভব।সুত্র প্রথমআলো


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.