ঠাকুরগাঁও প্রতিনিধি ।।
শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য রবিউল এহসান রিপনকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যায় শহরের আমাদের বাজার মার্কেটে সংগঠনের নিজস্ব কার্যালয়ে নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
রবিউল এহসান রিপন ডিবিসি নিউজ ও জাগোনিউজ টুয়েন্টিফোর ডটকমে কর্মরত।
ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউর রহমান বকুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ, সিনিয়র সহ সভাপতি তারেক হোসেন, সহ সভাপতি আবুল খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, অর্থ সম্পাদক ওয়াদুদ হোসেন, ক্রীড়া সম্পাদক আসিফ জামান প্রমুখ।
সভায় নির্বাহী সকলের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের ‘গঠনতন্ত্রের-৩ অনুচ্ছেদের ‘ক’ ধারা অনুযায়ী’ শৃঙ্খলা ভঙ্গের দায়ে কমিটির কার্যকরী সদস্য (২) রবিউল এহসান রিপনকে সাময়িক বহিস্কার করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.