এইমাত্র পাওয়া

পাবনা মহিলা সমিতির আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: বাংলাদেশ মহিলা সমিতি পাবনা জেলা শাখার আলোচনা সভা বুধবার বিকাল ৫টায় নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

মহিলা সমিতি পাবনা জেলা শাখার সভাপতি মাহমুদা ইউসুফ লাভলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা অ্যাড. সালমা আক্তার শিলুর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, অ্যাড. রেহানা ইয়াসমিন, শামীম আরা শিখা, দিনা ফেরদৌস খান শিমি প্রমূখ।

এসময় ডা. শাহিন ফেরদৌস শানু, ফাহিমা আক্তার পলি, কোহিনূর ফেরদৌস কণা, লতিফা ইয়াসমিন, অ্যাড. ফুলমতি, শিউলী খাতুন, কেকা, মিতুসহ মহিলা সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তাগণ বাংলাদেশ মহিলা সমিতি পাবনা জেলা কার্যালয় দীর্ঘ ৩৯ বছর পরে দখলমুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে পাবনা জেলা মহিলা সমিতির সাবেক নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.