ঢাকাঃ জুলাই অভ্যুত্থানের বিরোধিতা ও আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে শিক্ষা কার্যক্রম থেকে সাময়িক বিরত রাখা ৬ শিক্ষককে আবারও ক্লাসে ফেরা ঠেকাতে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২ টায় ঢাকা বিশ্ববিদ্যাল (ঢাবি) সামাজিক বিজ্ঞান ভবনের সামনে থেকে মিছিল নিয়ে ঢাবি উপাচার্যের (ভিসি) কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা।
মিছিলে শিক্ষার্থীরা স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট এ্যাকশন, জামাল কদু ঘোরে ফেরে, প্রশাসন কী করেসহ নানা স্লেগান দেয়।
এ সময় ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের নানাভাবে হুমকি প্রদানকারী কিছু শিক্ষকের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি প্রাথমিক তদন্ত কমিটি (Fact-Finding Committee) গঠন করে এবং অভিযুক্ত ছয়জন শিক্ষককে সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত রাখে। কিন্তু দুঃখজনকভাবে, দীর্ঘ এক বছর অতিক্রান্ত হলেও সেই তদন্ত কার্যক্রমে কোনো দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয়নি। বরং সম্প্রতি দেখা যাচ্ছে, অভিযুক্ত শিক্ষক আ. ক. ম. জামাল উদ্দিন পুনরায় সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে নিয়মিত আসা-যাওয়া শুরু করেছেন এবং বিভাগে প্রবেশেরও চেষ্টা করছেন। যা আমাদের মতে জুলাই স্পিরিটের পরিপন্থী এবং নৈতিকভাবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
এ সময় প্রশাসনের নিকট তারা তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-
১. অভিযুক্ত শিক্ষকগণের বিরুদ্ধে গঠিত তদন্ত দ্রুত সম্পন্ন করা।
২. অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় ও বিভাগের সকল প্রকার প্রবেশ ও যোগাযোগ কার্যক্রম অবিলম্বে বন্ধ করা।
৩. একটি নিরাপদ, গণতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ শিক্ষার পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/১০/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
