এইমাত্র পাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এএফ মুজিবুর রহমান স্বর্ণপ্রদক পেলেন যারা…

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত ভবনের রেজাউর রহমান অডিটোরিয়ামে ২৩তম এ এফ মুজিবুর রহমান স্বর্ণপ্রদক ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান।

রবিবার সকাল ১০টায় অনষ্ঠিত স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তোফায়েল আহমদ চৌধুরী এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সম্মানিত ট্রাস্টি ও বিশিষ্ট মানবাধিকার কর্মী খুশি কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. অমল কৃষ্ণ হালদার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থীদেরকে উৎসাহ ও প্রেরণা প্রদানের জন্য এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক ও বৃত্তি প্রদান করা হয়েছে। এ বছরের উক্ত স্বর্ণপদক প্রাপ্তরা হচ্ছেন, বিএস গণিত (সম্মান) ডিএম জুনায়েদ কামাল নিবিড়; এমএস গণিত (থিসিস গ্রুপ) সাইফুল ইসলাম; এমএস গণিত (নন-থিসিস গ্রুপ) খোকন চন্দ্র; এমএস ফলিত গণিত (নন-থিসিস গ্রুপ) জান্নাতুল নাঈমা ইসলাম; এমএস ফলিত গণিত (থিসিস গ্রুপ) মো. জসিম উদ্দিন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading