এইমাত্র পাওয়া

সরকারি চাকরিজীবিদের জন্য বড় সুখবর: নতুন পে স্কেলে দ্বিগুণ হতে পারে মূল বেতন!

ঢাকাঃ এক দশক পর গঠিত জাতীয় বেতন কমিশন সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের কার্যক্রম শুরু করেছে এবং আগামী ছয় মাসের মধ্যে সুপারিশ পেশ করবে।

মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে সুপারিশ তৈরি করা হবে, যাতে নতুন স্কেলে মূল বেতন প্রায় দ্বিগুণ হতে পারে এবং সেই হিসেবে ১ম গ্রেডের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা ও সর্বনিম্ন গ্রেডের বেতন ১৬ হাজার ৫০০ টাকা হতে পারে। বেতন কাঠামো চূড়ান্ত করার আগে কমিশন ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের কাছ থেকে উন্মুক্ত মতামত গ্রহণ করছে এবং প্রতিবেশী দেশগুলোর কাঠামো পর্যালোচনা করছে। এছাড়াও, বর্তমান ২০টি গ্রেড ভেঙে গ্রেড সংখ্যা কমানো এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত (যা বর্তমানে ১২:১) সামঞ্জস্য করার চিন্তাভাবনা চলছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন যে নতুন পে স্কেল ২০২৬ সালের শুরুতেই (জানুয়ারি/মার্চ/এপ্রিল) গেজেটের মাধ্যমে কার্যকর করা হবে এবং এর জন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading