এইমাত্র পাওয়া

ইন্দোনেশিয়ায় ইসলামিক স্কুল ধসে মৃ-তে-র সংখ্যা বেড়ে ৩৬

ঢাকাঃ ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে মাদ্রাসা ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২৬ জন। সময় পেরিয়ে যাওয়ায় তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। খবর এএফপি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) আসরের নামাজ চলাকালীন হঠাৎ ধসে পড়ে ভবনটির একটি অংশ। দুর্ঘটনার সময় মাদ্রাসার শিক্ষার্থীরা নামাজের জন্য জমায়েত হচ্ছিলেন।

দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বিএএসএএনএএস) অপারেশন ডিরেক্টর যুধি ব্রামান্তিও রোববার সকালে জানান, এখন পর্যন্ত ১৪১ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১০৪ জন জীবিত, ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান নানং সিগিতও মৃতের সংখ্যা ৩৭ বলে নিশ্চিত করেছেন। তদন্তকারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, ভবনটির নিম্নমানের নির্মাণকাজই ধসের মূল কারণ হতে পারে।

নিখোঁজদের উদ্ধারে অভিযানের চতুর্থ দিন বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ৭২ ঘণ্টা পার হওয়ার পর, নিখোঁজ ব্যক্তিদের পরিবার ভারী যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি দেয়। এরপর থেকে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ধসের সময় ভবনটিতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক অবস্থান করছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading