।। সফিউল্লাহ লিটন।।
“শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভালুকায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব ইকবাল হুসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার জনাব কামরুজ্জামান।
আলোচনায় অংশগ্রহণ করেন ভালুকা উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও শিক্ষাবার্তা পাঠক ফোরামের সভাপতি অধ্যাপক মতিউর রহমান খান মোহন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব নাজমুল হক, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব মোজাহিদুর রহমান খান সোহেল, এবং সাধারণ সম্পাদক আব্দুর রশিদ আকন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষক সমিতি ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকদের মর্যাদা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত না হলে শিক্ষাব্যবস্থার কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। তাঁরা আরও বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ।

তাঁরা উপস্থিত শিক্ষক সমাজকে ৭ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘চাকুরী জাতীয়করণ’ দাবিতে অনুষ্ঠিত শিক্ষক মহাসমাবেশ সফল করার জন্য স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শিক্ষাবার্তা /এ/০৫/১০/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
