নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০১৮ বিধিতে সদ্য জাতীয়করণসহ সব সরকারি কলেজ ও সরকারি স্কুল এন্ড কলেজের স্তরভিত্তিক শিক্ষার্থী সংখ্যার তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত ফরম ইংরেজিতে পূরণ করে https://forms.gle/7eXeHaMw43hAo2x46 লিংকের আগামী ২ জুলাইয়ের মধ্যে ১২টার মধ্যে পাঠানোর নির্দেশ অধ্যক্ষদের চিঠি দেওয়া হয়েছে।
রবিবার মাউশির উপ-পরিচালক (এইচআরএম) মোঃ শওকত হোসেন মোল্লা স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, ২০১৮ বিধিতে সদ্য জাতীয়করণকৃত প্রতিষ্ঠানসহ অধিদপ্তরের আওতাধীন সব সরকারি কলেজ ও সরকারি স্কুল এন্ড কলেজের স্তরভিত্তিক শিক্ষার্থী সংখ্যার তথ্য নির্ধারিত গুগল ফরম এ ইংরেজিতে পূরণ করে আগামী ২ জুলাই দুপুর ১২টার মধ্যে পাঠানোর জন্য নির্দেশ করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.