নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে সামাজিক ব্যবসা। এই পৃথিবী বদলাতে সব জাতিকে ভূমিকা রাখতে হবে। একটি সুন্দর বিশ্ব তৈরি করতে চায় বাংলাদেশ। যেখানে বিষণ্ন থাকবে না।
শুক্রবার (২৭ জুন) সকালে সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে দুদিনব্যাপী ১৫তম সোশ্যাল বিজনেস ডের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ সামাজিক ব্যবসা। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব।
তিনি বলেন, সামাজিক ব্যবসা দিবস একটি পারিবারিক পুনর্মিলন। এই দিবস পালনে বিগত সরকারের আপত্তি ছিল। ৫ আগস্টের পর প্রথম এ দিবস পালন করতে পারলো বাংলাদেশ।
প্রধান উপদেষ্টা বলেন, যেকোনো শিক্ষা সিস্টেম তৈরি স্বপ্ন দেখার মাধ্যমে করতে হবে। শিক্ষা সিস্টেমের প্রথম কাজ হবে স্বপ্ন দেখা শেখানো। নতুন সভ্যতা গড়তে সহায়তা করবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়।
এবারের সম্মেলনে অংশ নিয়েছেন বিশ্বের ৩৮টি দেশের ১ হাজার ৪০০ জনেরও বেশি প্রতিনিধি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.