এইমাত্র পাওয়া

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রামে অনুপস্থিত ১ হাজার ২৩০ জন

চট্টগ্রামঃ চট্টগ্রামে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষা শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলে। প্রথম দিনের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা নেই বলে জানিয়েছেন উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ আবদুল মান্নান।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৩০৭টি কলেজ থেকে মোট ১ লাখ ২ হাজার ৮৬৯ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মহানগরসহ চট্টগ্রাম জেলায় এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা মোট ৭১ হাজার ৫২৩। এর মধ্যে ছাত্র ৩১ হাজার ৮৩৯ এবং ছাত্রী ৩৯ হাজার ৬৮৪ জন। শুধু মহানগরে পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৫৮৪। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৩১৮। এর মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য বসে ৮৭ হাজার ৮৮ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১ হাজার ২৩০। এ ক্ষেত্রে অনুপস্থিত পরীক্ষার্থীর হার ১ দশমিক ৩৯ শতাংশ।

এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন চট্টগ্রাম নগরের কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় তিনি এই কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় মেয়র বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও বিদ্যুৎ সরবরাহসহ প্রতিটি বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সার্বক্ষণিক সতর্ক থাকবে। কেউ পরীক্ষার পরিবেশ নষ্ট করতে চাইলে তা কঠোরভাবে দমন করা হবে।’

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘এবারের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শুরু হচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য মোট ৪০টি পরিদর্শক টিম গঠন করা হয়েছে। সাধারণ পরিদর্শক দল গঠন করা হয়েছে ৩০টি ও বিশেষ পরিদর্শক দল ১০টি। যেকোনো ধরনের অনিয়ম ঠেকাতে আমরা সার্বিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading