এইমাত্র পাওয়া

গাইবান্ধায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ১২ পরীক্ষার্থী বহিষ্কার

গাইবান্ধাঃ গাইবান্ধায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ১২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সারা দেশের মতো গাইবান্ধার ৭ উপজেলায় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা চলাকালে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৮ জন ও কামদিয়া নুরুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রের দুই আলিম পরীক্ষার্থী এবং সুন্দরগঞ্জ উপজেলার ঘুমাইটরী কলেজ কেন্দ্র থেকে দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

এবার জেলায় ৩০টি কেন্দ্রে ১৫ হাজার ২৮৭ জন এইচএসসি, ১৭ কেন্দ্রে ৫ হাজার ৪৬৬ জন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোক.) ও ডিপ্লোমা ইন কমার্স এবং ৬ কেন্দ্রে ১ হাজার ৪৫০ জন মোট ২২ হাজার ২০৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলে অংশগ্রহণ করে ২১ হাজার ৭৭৪ জন।

অনুপস্থিত ৪২৯ জন পরীক্ষার্থীদের মধ্যে এইচএসসিতে ২৬৪ জন, কারিগরি শাখার ৬০ জন ও আলিম পরীক্ষার্থী ১০৫ জন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading