নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সকল শিক্ষক-কর্মকর্তার পিডিএস-এ সৃষ্ট পদের তথ্য হালনাগাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার (১৮ জুন) মাউশির উপ-পরিচালক (কলেজ-১) নুরুল হক সিকদার স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা গেছে। সব সরকারি কলেজের অধ্যক্ষদের নিকট এই চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি অতিব জরুরি বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, সরকারি কলেজসমূহের সকল পর্যায়ের শিক্ষক-কর্মকর্তাদের পিডিএস-এ সৃষ্ট পদের তথ্য আগামী 22/06/2015 তারিখ রবিবার বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে বিনা ব্যর্থতায় হালনাগাদ করে ddgovtcollege@gmail.com এ পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। পিডিএস হালনাগাদের নির্দেশিকা (সংযুক্ত) অনুসরণের জন্য অনুরোধ করা হলো।
পিডিএস হালনাগাদের জন্য অনুসরণীয় প্রক্রিয়া :
১। পিডিএস হালনাগাদপূর্বক রিপোর্ট প্রিন্ট করতে হবে।
২। প্রিন্টকৃত রিপোর্টে অধ্যক্ষ (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) মহোদয়কে স্বাক্ষর করতে হবে।
৩। স্বাক্ষরিত রিপোর্ট স্ক্যান করে (ছবি গ্রহণযোগ্য নয়) পিডিএফ ফরমেটে উল্লিখিত ইমেইল-এ প্রেরণ করতে হবে।
৪। পদ সৃজনের আদেশের কপি নির্দেশিকা অনুযায়ী আপলোড করতে হবে।
৫। উপর্যুক্ত বিষয়ে ব্যর্থতার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.