ঢাকাঃ পবিত্র হজ পালন শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট। বুধবার (১১ জুন) বাংলাদেশ বিমানসহ পরিচালিত হচ্ছে ১১টি ফ্লাইট। এই ফ্লাইটগুলোতে সাড়ে ৩ হাজারের বেশি হাজি দেশে ফিরছেন। মঙ্গলবার (১০ জুন) থেকে ফিরতি ফ্লাইট চালু হয়েছে।
বাংলাদেশ বিমান সূত্র জানায়, বুধবার সকাল ৫টা ৫০ এবং বেলা ১০টা ৫০ মিনিটে হাজিদের নিয়ে বাংলাদেশ বিমানের ২টি ফ্লাইট শাহজালালে অবতরণ করে। এছাড়াও সৌদি এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট এবং ফ্লাইনাস এয়ারের ৪টি ফ্লাইট পরিচারিত হচ্ছে। মোট ১১টি ফ্লাইটে সাড়ে ৩ হাজারের বেশি হাজি দেশে আসবেন। বাংলাদেশ বিমানের মুখপাত্র রওশন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।
১০ জুলাই পর্যন্ত চলবে ফিরতি হজের ফ্লাইট। এবার বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। এর মধ্য ১৯ জন হজ যাত্রী মৃত্যুবরণ করেন। পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৮৮ বাংলাদেশি। এ ছাড়া ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.