এইমাত্র পাওয়া

কমিটিতে পদ না পেয়ে ছাত্রদলের নেতাকর্মীদের অনশন

নিজস্ব প্রতিবেদক।।

বগুড়া জেলা শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে পদ না পাওয়ায় আমরণ অনশন কর্মসূচিতে বসেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। কমিটিতে পদ না পাওয়ার উপযুক্ত কারণ না জানা পর্যন্ত তারা অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে জেলা শহরের শহীদ খোকন পার্কে অবস্থিত শহীদ মিনারে তারা এই কর্মসূচি শুরু করেন। তাদের দাবি, কী কারণে তারা নতুন কমিটিতে পদ পাননি, সে বিষয়ে কেন্দ্রীয়ভাবে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা তাদের জানানো হয়নি।

জানা যায়, গতকাল বুধবার রাতে জেলার ৬৮টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক কমিটি ও ৯৩ সদস্যের বগুড়া শহর ছাত্রদল কমিটিসহ ১৬১ সদস্যের জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এক্ষেত্রে ঘোষিত ৬৮ শাখা কমিটি নিয়ে আপত্তি না থাকলেও জেলা কমিটি নিয়ে অভিযোগ তুলছেন পদবঞ্চিতরা। তাদের দাবি, শুধুমাত্র জাতীয়তাবাদে বিশ্বাসী নয়, অন্যদল ও মতে বিশ্বাসীদেরকেও ঘোষিত জেলা কমিটিতে জায়গা দেওয়া হয়েছে।

পদবঞ্চিত নেতা নাসিরুদ্দিন মামুনের দাবি, তারা বহুদিন ধরে ছাত্রদলের রাজনীতি করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছেন।

অথচ কেন তাদের জেলা কমিটি থেকে বাদ দেওয়া হলো, সেটা না জানা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন তারা।
পদবঞ্চিত আরেক নেতা আলমগীর হোসেন বলেন, ‘বিতর্কিত অনেককেই স্থান দেওয়া হয়েছে জেলা কমিটিতে, অথচ যারা বিএনপির রাজনীতি করেন, তারাই আজ পদ বঞ্চিত।’

তবে তাদের এ অভিযোগকে দৃঢ়তার সঙ্গে অস্বীকার করেছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। তিনি কালের কন্ঠকে জানান, যারা অনশন নামক কর্মসূচি পালনের কথা বলে শহীদ মিনারে বসেছেন, তারা দীর্ঘদিন যাবৎ সংগঠনের কোনোরকম কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না বা অংশগ্রহণও করেন নাই।

শুধু তাই নয়, আজকে যারা নিজেদের পদবঞ্চিত বলছেন, তারা নিজেরাই কোনদিকে থাকবেন, তা নিয়ে দ্বিধায় ছিলেন। কমিটি গঠন হলে তারা ছাত্রদলে থাকবেন, নাকি যুবদলে যাবেন সে বিষয়েও স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করেননি। সুতরাং বিষয়টি পরিস্কার যে, কর্মসূচি পালনকারীরা নিজেদের কর্মকাণ্ডের কারণেই আজকে পদবঞ্চিত।
হঠাৎ করে এমন কর্মসূচি পালনের বিষয়টি ষঢ়যন্ত্রকারী অন্যকারো ইন্ধন রয়েছে কি-না, সে বিষয়েও প্রশ্নের জন্ম দিয়েছে বলে দাবি করেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ।

শিক্ষাবার্তা /এ/০৬/০৬/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading