নিজস্ব প্রতিবেদক।।
ফের এক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ। এ জন্য সাংগঠনিক কাঠামো থেকে ১৫টি পদ বিলুপ্ত এবং ৩১টি নতুন পদ সৃষ্টিসহ ৫৩৪টি পদ সৃজনের প্রস্তাব আজ সোমবার প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় উঠছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন হলেই দুই বিভাগ একত্রীকরণের কাজ চূড়ান্তরূপ নেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানিয়েছে, বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগে মোট পদ রয়েছে ৫১৮টি। এর মধ্যে জননিরাপত্তা বিভাগে ২১৬টি এবং সুরক্ষা সেবা বিভাগে ৩০২টি ক্যাডার ও নন ক্যাডার পদ রয়েছে। দুই বিভাগে বিদ্যমান ৫১৮টি পদ থেকে ৩টি ক্যাডার পদ ও ১২টি নন-ক্যাডার পদ বিলুপ্তির প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া নতুন করে ৩১টি পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির কাছে। ৩১টি নতুন পদের মধ্যে ৫টি ক্যাডার পদ স্থায়ীভাবে এবং ২৬টি নন-ক্যাডার পদ অস্থায়ীভাবে বছর বছর সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে।
দুই বিভাগ এক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোতে সচিবের দপ্তর ১টি, অনুবিভাগ ১৫টি, অধিশাখা ৩০টি এবং ৭৬টি শাখার জন্য বিদ্যমান ৫১৮টি পদের অতিরিক্ত ৫১টি পদ সৃজনসহ মোট ৫৬৯টি পদ অনুমোদনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগকে একত্রীকরণের জন্য সাংগঠনিক কাঠামোতে বিদ্যমান ৫১৮টি পদের মধ্যে ১৫টি পদ বিলুপ্ত ও রাজস্ব খাতে
৪৭টি (স্থায়ীভাবে ৫টি ক্যাডার পদ ও অস্থায়ীভাবে অন্যান্য ৪২টি) পদ সৃজনের সুপারিশসহ ৫৫০টি (স্থায়ীভাবে ১১৯টি ক্যাডার পদ ও অস্থায়ীভাবে অন্যান্য ৪৩১টি) পদের সমন্বয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠনের সম্মতি দেয়। অর্থ বিভাগ (ব্যয় ব্যবস্থাপনা) দুই বিভাগ একত্রীকরণের জন্য সাংগঠনিক কাঠামোতে বিদ্যমান ১৫টি পদ বিলুপ্ত এবং রাজস্ব খাতে ৩১টি (২৬+৫) পদ সৃজনের সম্মতিসহ সর্বমোট ৫৩৪টি (স্থায়ীভাবে ১১৯টি ক্যাডার পদ ও অস্থায়ীভাবে অন্যান্য ৪১৫টি) পদের সমন্বয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠনের সম্মতি দেয়।
কাজের সুবিধার যুক্তিতে ২০১৭ সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করা হয়। একটি বিভাগের নাম হয় জননিরাপত্তা বিভাগ এবং আরেকটির নাম হয় সুরক্ষা সেবা বিভাগ। জননিরাপত্তা বিভাগের অধীন রয়েছে পুলিশ সদর দপ্তর, বিজিবি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। আর সুরক্ষা সেবা বিভাগের অধীন রয়েছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দুই বিভাগকে এক করার বিষয়টি আলোচনায় আসে। বর্তমানে সিনিয়র সচিব নাসিমুল গনি জননিরাপত্তা বিভাগের পাশাপাশি সুরক্ষা সেবা বিভাগেরও সচিবের দায়িত্ব পালন করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ দুটির কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীলতা আনা ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে একত্রীকরণে গত বছরের ৩ নভেম্বর প্রধান উপদেষ্টা অনুশাসন দেন। এর পরই দুই বিভাগ একত্রীকরণের কাজ শুরু হয়। এদিকে দুই বিভাগ একত্রীকরণে সরকারের উদ্যোগে জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের কর্মচারীরা খুশি।
শিক্ষাবার্তা /এ/৩০/০৬/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.