ঢাকাঃ দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এতে অ্যাটর্নি জেনারেলকে পদাধিকারবলে আগের মতোই কমিটির চেয়ারম্যান ঘোষণা হয়েছে।
বুধবার (২৮ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব আবু তাহেরের সই করা প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবগঠিত এই অ্যাডহক কমিটির মেয়াদ আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে পরবর্তী এক বছর পর্যন্ত কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ (প্রেসিডেন্সিয়াল অর্ডার নং ১৯৭২–এর ৪৬)–এর অনুচ্ছেদ-৮–এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার অ্যাডহক বার কাউন্সিল গঠন করল।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, মো. রুহুল কুদ্দুস (কাজল), আবদুল্লাহ আল মামুন, এ এম মাহবুব উদ্দিন খোকন, শাহ মো. খসরুজ্জামান, মো. নজরুল ইসলাম খান, মো. আবদুল মতিন, মো. মহসীন মিয়া, এ এস এম বদরুল আনোয়ার, এ টি এম ফয়েজ উদ্দিন, কাজী এনায়েত হোসেন, মো. মাইনুল আহসান ও মো. শফিকুল ইসলাম।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.