ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তায় ৫ দাবিতে ঢাবি প্রক্টর বরাবর স্মারকলিপি

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ভবঘুরে, মাদকাসক্ত, অপ্রকৃতিস্থ মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে পদক্ষেপ নিতে প্রক্টর বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ঢাবি শাখা।

সোমবার (১৯ মে) বিকেলে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বরাবর তার কার্যালয়ে স্মারকলিপি দেন সংগঠনটির নেতারা।

স্মারকলিপি প্রদান শেষে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় নানান ধরনের ভবঘুরে, অপ্রকৃতিস্থ, মাদকসেবী এবং উদ্‌বাস্তুদের অবস্থান। তাদের উপস্থিতি ক্যাম্পাসের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসের ভিন্ন ভিন্ন মোড়ে তাদের মাদক সেবনরত অবস্থায় দেখা যায়। প্রায়শই তারা নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে, বাজে ইঙ্গিত দেয় এবং চলাফেরায় বাধার সম্মুখীন করে।

তিনি বলেন, মূল ক্যাম্পাস থেকে তুলনামূলক দূরে নারী শিক্ষার্থীদের তিনটি হলের সামনে এবং যাতায়াতের রাস্তায় এসব ভবঘুরে, মাদকসেবী এবং উদ্‌বাস্তুদের উপস্থিতি লক্ষ্য করা যায়, তারা এসব হলের নারী শিক্ষার্থীদের অবাধ চলাচলে ব্যাঘাত ঘটে। সুফিয়া কামাল হলের কাছেই ফুটওভার ব্রিজটিকে এমন অসংখ্য লোক রাতে নিজেদের ঘাঁটি করে নিয়েছে।

এ সময় তিনটি নারী হল অর্থাৎ সুফিয়া কামাল হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সামনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে এবং জরুরি প্রয়োজন পাশে পেতে সকাল এবং সন্ধ্যা ৬টা থেকে ১০টা পর্যন্ত ২ জন করে ৪ জন প্রক্টরিয়াল মোবাইল টিমের সদস্য নিয়োগ করার দাবি জানান আব্দুল কাদের।

বাগছাসের দেওয়া দাবিগুলো হলো-

১। ক্যাম্পাসে অবস্থানরত ভবঘুরে-মাদকাসক্ত মানুষদের খুব দ্রুত ক্যাম্পাস থেকে সরিয়ে নেওয়া।

২। ক্যাম্পাস থেকে তুলনামূলক দূরে অবস্থিত নারীদের হল এলাকায় সন্ধ্যা থেকে প্রক্টরিয়াল টিমের অবস্থান আরও জোরদার করা।

৩। ক্যাম্পাসে অবস্থানরত মাদকসেবীসহ ভবঘুরে, অপ্রকৃতিস্থ ও উদ্‌বাস্তুদের পুনর্বাসনে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় আসা, যাতে করে তারা ক্যাম্পাসে পুনরায় ফিরে না আসে।

৪। ক্যাম্পাসে বেড়ে উঠা উদ্‌বাস্তু শিশু-কিশোরদের যথাযথ প্রক্রিয়ায় পুনর্বাসনের সহায়তা করা।

৫। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা কর্মকাণ্ড ত্বরান্বিত করা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading