এইমাত্র পাওয়া

দুদকের জালে মেডিকেল ও ডেন্টালের প্রশ্ন ফাঁসের মূল হোতার স্ত্রী

ঢাকাঃ মেডিকেল ও ডেন্টালের প্রশ্ন ফাঁসের মূল হোতা জসিম উদ্দিন ভূইয়া মুন্নুর স্ত্রী শারমীন আরা জেসমিনের ৩৪ দশমিক ৩৯ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে রয়েছে ৮১০ শতাংশ বাগানবাড়ী, ৩ ও ৪ তলার দুটি বাড়ি, ১২ হাজার বর্গফুটের টিনশেড ও ৮ তলার বাণিজ্যিক ভবন। এ ছাড়া তার ৬টি ব্যাংক হিসাবে ৫ লাখ ৮২ হাজার ২২৯ টাকা রয়েছে।

সোমবার (১০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব আদেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক কে এম আসাদুজ্জামান ক্রোক ও ফ্রিজ চেয়ে আবেদন করেন। পরে বিচারক সেটি মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়েছে, শারমীন আরা জেসমিনের স্বামী জসিম উদ্দিন ভুইয়া মুন্নুর নামে ঢাকার দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪ এর ২৬ (২) ধারা ও ২৭ (১) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনের, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, আসামি তার অবৈধভাবে অর্জিত স্থাবর সম্পদসমূহ বিক্রি বা হস্তান্তর করার অপচেষ্টা চালাচ্ছে। যা অনুসন্ধানটি সুষ্ঠু অনুসন্ধান ও প্রমাণের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। বিধায়, অভিযুক্তের স্বার্থ সংশ্লিষ্ট নিম্ন বর্ণিত স্থাবর/অস্থাবর সম্পদসমূহ আদালতের মাধ্যমে ক্রোক ও ব্যাংক হিসাব সমূহ অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।

২০২০ সালের ২৩ জুলাই মেডিকেল ও ডেন্টালের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চক্রের প্রধান জসিম উদ্দিন ভুঁইয়া ওরফে মুন্নুকে গ্রেপ্তার করে পুলিশ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.