নোয়াখালীঃ ২০২৪-২৫ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ গবেষণা অনুদানের জন্য নির্বাচিত হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১২টি গবেষণা প্রকল্প। নির্বাচিত প্রকল্পের জন্য ৩১ লাখ টাকা অনুদান পাচ্ছে নোবিপ্রবির ২৪ জন শিক্ষক।
শুক্রবার (৭ মার্চ) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পভেদে ২ লাখ টাকা থেকে সাড়ে ৩ লাখ টাকা প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রতিটি প্রকল্পে একজন প্রধান গবেষক ও একজন সহকারী গবেষক রয়েছে।
বায়োলজিকাল সায়েন্স ক্যাটাগরিতে ছয়টি প্রকল্পে সাড়ে ১৫ লাখ টাকা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স ক্যাটাগরিতে একটি প্রকল্পে সাড়ে ৩ লাখ টাকা, এনভায়রনমেন্টাল সায়েন্স ক্যাটাগরিতে তিনটি প্রকল্পে সাড়ে ৬ লাখ টাকা ও ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে দুইটি প্রকল্পে সাড়ে ৫ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
বায়োলজিকাল সায়েন্স ক্যাটাগরিতে অনুদান পাচ্ছে ১২ জন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স ক্যাটাগরিতে অনুদান পাচ্ছে দুইজন, এনভায়রনমেন্টাল সায়েন্স ক্যাটাগরিতে তিনটি প্রকল্পে অনুদান পাচ্ছে ছয়জন এবং ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে অনুদান পাচ্ছে চারজন শিক্ষক।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক ১৯৯৭-১৯৯৮ অর্থবছর থেকে বিজ্ঞান বিষয়ক গবেষণার জন্য বিশেষ গবেষণা অনুদান কার্যক্রম শুরু করা হয়। প্রতি বছর বায়োলজিক্যাল সায়েন্স, মেডিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও ইন্টার-ডিসিপ্লিনিারি গ্রুপসহ ছয়টি গ্রুপে গবেষণা অনুদান প্রদান করা হয়।
এর আগে, গত বুধবার (৫ মার্চ) ২০২৪-২৫ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা ও উন্নয়নমূলক প্রকল্পের আওতায় নোবিপ্রবির ১১টি বিভাগের ২০ জন শিক্ষককে অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.