নিজস্ব প্রতিবেদক।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার টানা ছয় দিন ছুটি মিলতে পারে সরকারি চাকরিজীবীদের। আর কেউ এক দিন ছুটি ‘ম্যানেজ’ করতে পারলেই টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন।
জানা গেছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ সোমবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ হিসাবেই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।
গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদ ঈদুল ফিতরে ৫ দিনের ছুটি অনুমোদন করেছিল, যা আগে ছিল ৩ দিন। পরে ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রোববার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।
শুক্রবার (২৮ মার্চ) সাপ্তাহিক ছুটি হওয়ায় সব মিলিয়ে সরকারি চাকরিজীবীরা ৬ দিন ছুটি পাবেন।
তবে, যদি কোনো চাকরিজীবী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি নিয়ে ফেলেন, তাহলে তার ছুটির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৯ দিনে। কারণ, বৃহস্পতিবারের পর সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার থাকায়, সেই কর্মী টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন।
শিক্ষাবার্তা /এ/০9/০৩/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
