এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের আবেদনের সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থীদের আবেদন ফরম পূরণের সময় বেড়েছে। বর্ধিত সূচি অনুযায়ী ৯ থেকে ১৬ মার্চ পর্যন্ত পরীক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম স্বাক্ষরিতে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়ে, ডেটা এন্ট্রি ও নিশ্চয়ন ১৭ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলবে। সোনালী সেবার মাধ্যমে টাকা জমা ১৯ থেকে ২০ মার্চ বিকেল ৪টার মধ্যে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.