এইমাত্র পাওয়া
Oplus_131072

নন এমপিও শিক্ষা প্রতিষ্টান এমপিওভূক্তকরণের জন্য প্রধান উপদেষ্টাকে স্বারক লিপি

নিজস্ব প্রতিবেদক।। নন এমপিও শিক্ষা প্রতিষ্টান এমপিওভূক্তকরণের জন্য প্রধান উপদেষ্টাকে স্বারক লিপি প্রদান করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী প্রিন্সিপাল মো: সেলিম মিঞার নেতৃত্বে প্রতিনিধি দল। প্রতিনিধি দলের অনান্য সদস্য  প্রিন্সিপাল শাহাদাত আজাদী, অধ্যক্ষ নবিনুল ইসলাম, মমিনুল হক, আ: সালাম,বাকী বিল্লাহপ্রমুখ।

সকল শিক্ষক এর জ্ঞাতার্থে হুবহু প্রকাশ করা হলো:

আসসালামু আলাইকুম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করছি। আপনার মত একজন প্রখ্যাত অর্থনীতিবিদ-শিক্ষাবিদ মানুষকে অভিভাবক হিসেবে পেয়ে বাংলাদেশের শিক্ষক সমাজ আনন্দিত।

আপনার শক্তিশালী ও উদ্ভাবনী নেতৃত্ব দেশের শিক্ষাব্যবস্থায় আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে শক্তিশালী বুনিয়াদ তৈরী করবে বলে আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি। নন এমপিও (বেতন বিহীন) প্রতিষ্ঠানগুলো দীর্ঘ প্রায় দুই দশক বা তারও বেশী সময় বেতনহীন অবস্থায় থাকায় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এই সব বেতনহীন প্রতিষ্ঠান বেতনভূক্ত করা রাষ্ট্রের অন্যতম অগ্রাধীকার হওয়া উচিৎ।

বর্তমান সরকারকে সমর্থন করে ১ ডিসেম্বার জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংহতি জানানো হয়েছে। গত ৬ মাসে একদিনের জন্যও কোন মাঠের কর্মসুচী দিয়ে সরকারকে বিব্রত করা হয়নি।

গত ২৫ সেপ্টেম্বার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির দাবীতে দেশের সকল জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে আপনার বরাবরে দেশের নন এমপিও শিক্ষকবৃন্দ স্মারকলিপি প্রদান করলে আপনার দপ্তর হতে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মহোদয়ের প্রতি একখানা পত্র প্রেরণ করা হয় যার স্মারক নম্বর ০৩.৩৭.২৬৯০.০৭৪.৩২.০১৩.২৪-১২২, তারিখ ৭ অক্টোবর, ২০২৪। কিন্তু অতীব দুঃখের বিষয় শিক্ষা মন্ত্রনালয় এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহন করেনি। এরপর একই দাবীতে গত ১০ ফেব্রুয়ারী সকল জেলা সদরে মানববন্ধন আয়োজন করা হয় এবং আবারো সকল জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে আপনার দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রনালয়ের সঙ্গে আমরা নিয়মিত আলোচনা করেছি তবু কোন অগ্রগতি দৃশ্যমান হয়নি। অথচ প্রতিষ্ঠান এমপিওকরণ বাবদ বাজেটে ২৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া আছে।

সকল প্রচেষ্ঠার পরেও কোন ফলাফল না পাওয়ায় আমরা সারাদেশের নন এমপিও শিক্ষকরা ২৩/০২/২০২৫ তারিখ থেকে এমপিও’র দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে লাগাতার অবস্থান কর্মসূচী শুরু করি। কিন্তু তবুও শিক্ষা মন্ত্রনালয়ের কোন সাড়া না পেয়ে নিরুপায় হয়ে আপনার সাক্ষাৎ এর উদ্দেশ্যে ও প্রতিষ্ঠান এমপিওভূক্তির একদফা দাবী সংবলিত স্মারকলিপি সহ আপনার দপ্তর অভিমুখে রওনা হয়েছি। এই পরিস্থিতিতে আমরা আমাদের অভিভাবক হিসেবে আপনার নিকট এক দফা দাবী উপস্থাপন করছি।

আমাদের এক দফা দাবীঃ

১। দেশের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করতে হবে।

বিগত সময়ে সবচেয়ে বেশী অবহেলার শিকার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় অগ্রাধিকার ভিত্তিতে এমপিওভূক্ত করা এখন সময়ের শ্রেষ্ঠতম দাবী।

অতএব মহোদয় শিক্ষার মানোন্নয়নে ও কল্যাণমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের নন এমপিও প্রতিষ্ঠান এমপিওভূক্ত করণের অনুরোধ করছি।

শিক্ষাবার্তা/এ/০২/০২/২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.