ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আটজন শিক্ষার্থী সম্প্রতি ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে মতবিনিময় শেষে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্র-কল্যাণ দপ্তরের পরিচালক ড. কে এ এম রিফাত হাসান এবং আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহম্মদ আসাদুজ্জামান সাদীসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ৯ম ব্যাচের লাভলী মিম, ১০ম ব্যাচের মাহমুদা আখি, ১১তম ব্যাচের মো. মামুন হোসেন ও তানজিনা এলিন, ১২তম ব্যাচের বৈশাখী রানি কর্মকার ও ছোটন মিয়া এবং ১৩তম ব্যাচের আবু উমায়ের বাবু ও শান্তদেব রায় অর্ন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুপারিশপ্রাপ্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ধারা অব্যাহত রাখতে হবে। বিচারিক কার্যক্রম সুক্ষ ভাবে পরিচালনা করতে হবে সত্য ও ন্যায়ের পথে থেকে। মহান পেশার মধ্যে এটি অন্যতম। সততার সঙ্গে বিচারিক কার্যক্রম পরিচালনা করবে সেই প্রত্যাশা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.