নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি, কুমিল্লা জেলা সম্মেলনে প্রধান অতিথি জনাব কাজী ফারুক আহমেদ, পরিচালক (উপসচিব) কারিগরি শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ, বিশেষ অতিথি প্রকৌশলী জাকারীয়া আব্বাসী,উপ পরীক্ষা নিয়ন্ত্রক (ভোক) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা। প্রধান বক্তা প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ। তিনি বলেন দেশকে সমৃদ্ধি করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই।
বিশেষ অতিথি প্রকৌশলী মোঃ আবুল হাসিম, সহ সভাপতি বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, অলীউল্লাহ ভূঁইয়া সায়েম, সদস্য ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।
সভাপতিত্ব করেন প্রকৌশলী মোঃ রমিজউদ্দিন, সহ সভাপতি বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি। অতিথিবৃন্দের উপস্থিতিতে কুমিল্লা জেলার শিক্ষকদের সম্মেলনের মাধ্যমে ৩১ সদস্য কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির সভাপতি প্রকৌশলী রমিজউদ্দিন ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ জাকির হোসেন।
শিক্ষাবার্তা /এ/১৫/০২/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.