কুবিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জিপিএ নম্বর ৩০ কমিয়ে ১২০ নম্বরের ভিত্তিতে পরিক্ষার্থীদের মেধাতালিকা তৈরির কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক্ষেত্রে পরীক্ষা হবে ১০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নে। আর বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসির জিপিএ নম্বরের ভিত্তিতে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত একটি বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘আমরা প্রথমে জিপিএ মার্কটা বেশি রেখেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখা গেল, কোনো শিক্ষার্থী শুধু জিপিএতে ৫০ মার্ক পেয়ে গেলে ভর্তি পরীক্ষার নম্বরের তেমন একটা প্রভাব থাকছে না। যার ভিত্তিতে আমরা আজকে আলোচনা করি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় সমূহের সাথে মিল করে আমাদের জিপিএ নম্বরটি কমিয়েছি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.