এইমাত্র পাওয়া

কোনো শয়তান যেন না পালাতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর হাত থেকে কোনো ‘শয়তান’ যেন পালাতে না পারে। সন্ত্রাসী, নৈরাজ্য সৃষ্টিকারী ও অপরাধীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। আজ মঙ্গলবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের বিশেষ অভিযান গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এর আওতায় অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা হচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকার দেশের জনগণের সম্পদ লুটপাট করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এসব অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ, র‍্যাব, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো একযোগে কাজ করছে।’

তিনি আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো সন্ত্রাসী যেন জামিন না পায়, সে জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’

অনুষ্ঠানে আরও ছিলেন—আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানসহ অন্যান্যরা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.