নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, আমাদের কলেজগুলোতে রিসোর্সের কোনো অভাব নেই, দরকার শুধু ভালো সিলেবাস, জবাবদিহিতা, সুশাসন ও রাজনীতি মুক্ত শিক্ষার পরিবেশ।
শনিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের অডিটোরিয়ামে নবীনবরণ-২০২৫ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষাব্যবস্থার অবকাঠামোতে বিগত সময়ে রাজনীতি, দলাদলি সৃষ্টি করে বৈষম্য, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছিলো। এখন থেকে বিগত সময়ের মতো আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাব্যবস্থাকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টি করা যাবে না এবং শিক্ষাব্যবস্থায় কোনো বৈষম্য থাকবে না।
উপাচার্য শিক্ষকদের কলেজের ভেতরে দলাদলি, রাজনীতি না করে ক্লাসে মনোযোগী হওয়া এবং শিক্ষার্থীদের ভালো করে পড়াশোনায় গুরুত্ব দেয়ার কথায় জোর আরোপ করেন। পাশাপাশি ক্লাসে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি যাতে বৃদ্ধি হয় সেদিকে নজর দেয়ার কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা জাতির ভবিষ্যৎ মানবসম্পদ, তোমরাই পারবে জাতির রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনতে। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংস্করণ, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, আইসিটি, ট্রেড কোর্স, প্রফেশনাল কোর্সের সমন্বয়ে অধ্যায়ন ব্যবস্থা করছি, যাতে ডিগ্রি অর্জনের সঙ্গে সঙ্গে দেশে-বিদেশে চাকরির বাজারে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারো।
তিনি বলেন, ২০২৪ জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীরা যে ভয়াবহতা দেখেছে, এর ফলে প্রতিটি শিক্ষার্থী মানসিকভাবে ট্রমাতে রয়েছে। এই ট্রমা থেকে শিক্ষার্থীদের মানসিকভাবে দৃঢ় ও সুস্থ মনোবল তৈরির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা শুরু করেছে।
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রত্যেক কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের কর্মশালা করা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.