এইমাত্র পাওয়া

ইনোভেশন মাস্টারমাইন্ড ‘ইয়েস’ কার্ড পেলেন ১০০ প্রতিযোগী

মো: গোলাম কিবরিয়া সিয়াম, বুটেক্স প্রতিনিধি: টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন–৯ এর ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে বুটেক্স জোনের চ্যাম্পিয়ন হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজম্যান্ট বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল ওয়াহাব শামস।

২১ জানুয়ারি (মঙ্গলবার) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ১০০ জন প্রতিযোগীকে ইনোভেশন মাস্টারমাইন্ড হিসেবে ‘ইয়েস’ কার্ড প্রদান করা হয়।

অংশগ্রহণকারী পাঁচটি জোনের মধ্যে বুটেক্স জোনের চ্যাম্পিয়ন হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজম্যান্ট বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল ওয়াহাব শামস। এছাড়া ১ম রানার্স আপ হয় ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী বায়েজিদ আহমেদ ও ২য় রানার্স আপ হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজম্যান্ট বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী আলিমুল মাহাদি।

এতে ৪র্থ ও ৫ম স্থান অধিকার করে যথাক্রমে ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী সুরাইয়া বিনতে আলম এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজম্যান্ট বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের চিফ অপারেটিং অফিসার ইউসুফ আবু আব্দুল্লাহ ‘প্রিপারেশন ফর ইনোভেশন’ শীর্ষক একটি প্রশিক্ষণ পরিচালনা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বুটেক্সের সাবেক উপাচার্য অধ্যাপক ইঞ্জি. এম এ কাশেম, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আয়ুব নবী খান, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এ এন এম আহমেদ, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জিএম ফয়সাল, বিশিষ্ট শিল্প পরামর্শক ইঞ্জি. আসিফ মোহাম্মদ সামি, বুটেক্সের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন (শায়েখ) এবং আইটিইটির সদস্য সচিব ইঞ্জি. মো. এনায়েত হোসেন।

বুটেক্সের সাবেক উপাচার্য অধ্যাপক ইঞ্জি. এম এ কাশেম বলেন, ইন্ডাস্ট্রিতে সরকারের সহায়তা দরকার কিন্তু তা যথাযথ পাচ্ছে না। বর্তমানে কিছু প্লাটফর্ম এসকল বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা করছে যা এর পূর্বে সম্ভব ছিল না। এছাড়া তিনি বিসিএসে টেক্সটাইল ক্যাডারের গুরুত্ব নিয়ে কথা বলেন এবং এর জন্য সরকারি মন্ত্রণালয়ের পরামর্শদাতা হিসেবে টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের নিয়োগ দেওয়ার কথা বলেন। 

অনুষ্ঠানের একপর্যায়ে বুটেক্সের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন (শায়েখ) টেক্সটাইল শিক্ষার অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলেন এবং টেক্সটাইল খাতে গবেষণার গুরুত্ব তুলে ধরেন। 

উল্লেখ্য, দেশের ২৫টি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২৫০০ জনের বেশি শিক্ষার্থী টেক্সটাইল ট্যালেন্ট হান্ট ক্যাম্পাস ড্রাইভ এবং সেমিনারে অংশগ্রহণ করে ন্যাশনাল কনফারেন্সে প্রতিযোগিতা করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.