ঢাকাঃ জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের রক্তের ওপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেছেন, তাদের রক্ত যেন বৃথা না যায় সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সজাগ রয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে টিএসসিতে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আরবি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় পুর্নমিলনীতে একথা বলেন তিনি।
উপাচার্য বলেন, যত সীমাবদ্ধতাই থাকুক না কেন পরস্পরের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে। শুধু সরকারের ওপর নির্ভর করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়গুলোর মেরুদণ্ড শক্ত করতে হলে আত্মনির্ভরশীলতা বাড়াতে হবে বলেও জানান তিনি।
বলেন, নিজ বিভাগের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের দায়িত্ব অ্যালামনাইদের নিতে হবে। তাদের শিক্ষাজীবন যেন মসৃণ হয় সে উদ্যোগ নিতে হবে। অ্যালামনাইদের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। পাশাপাশি সমাজের সর্বস্তরের সাথেও বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও নিবিড় করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, আরবি বিভাগের উদ্যোগে আয়োজিত তৃতীয় পুর্নমিলনীতে প্রায় ছয় শতাধিক সাবেক শিক্ষার্থী ও তাদের স্বজনরা অংশ নিয়েছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.