এইমাত্র পাওয়া

শিক্ষার্থীদের ওপর হামলায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ

ঢাকাঃ শিক্ষার্থীদের ওপর “স্টুডেন্ট ফর সভারেন্টি” কর্তৃক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি “স্টুডেন্ট ফর সভারেন্টি” ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠন নয় এবং এর সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই ধরনের সম্পৃক্ততা নেই বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (জানুয়ারি) “স্টুডেন্ট ফর সভারেন্টি” কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। “স্টুডেন্ট ফর সভারেন্টি” ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠন নয় এবং এর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের সম্পৃক্ততা নেই।

আরও বলা হয়েছে, হামলার সঙ্গে জড়িত উক্ত সংগঠনের শিক্ষার্থীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনতিবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। তাছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় বহির্ভূত হামলাকারীদের বিরুদ্ধেও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য যে, ইতোমধ্যে হামলাকারী দু’জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাওয়ার সময় শিশু একাডেমির সামনে পুলিশ কর্তৃক শিক্ষার্থীরা হামলার শিকার হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর তীব্র নিন্দা জানায়। এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তা ও নির্দেশদাতাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানায়।

বুধবার ও বৃহস্পতিবারে হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করবে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেক করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.