এইমাত্র পাওয়া

পদত্যাগে বাধ্য হওয়া এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত জানালো শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের বেতন-ভাতা নিয়মিত রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে জোরপূর্বক পদত্যাগ এর পেছনে যাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ রয়েছে তাদের বিষয়ে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। 

গত ১৪ জানুয়ারি মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।   বিষয়টি নিয়ে সম্প্রতি মাউশি, শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে মন্ত্রণালয়। ঐ বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

ঐ অফিস আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/সহকারী শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্তা বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ১ নম্বর সূত্রের মাধ্যমে একটি পত্র/আদেশ জারি করা হয়েছে। সম্প্রতি সকল জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মহোদয়ের সভাপতিত্বে গত ১৭/১২/২০২৪ তারিখে উল্লিখিত বিষয়সহ অন্যান্য বিষয়ে জুম লিংক এর মাধ্যমে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অন্যান্য সিদ্ধান্তের সাথে উল্লিখিত বিষয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহিত হয়: “জোরপূর্বক পদত্যাগ এর পেছনে যাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ রয়েছে তাদের বিষয়ে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর মন্ত্রণালয় যথাযথ নির্দেশনা জারী করবে। তদন্ত প্রতিবেদন আইন ও বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকের বেতন-ভাতা চালু থাকবে।”

এমতাবস্থায়, উল্লিখিত সিদ্ধান্তের আলোকে জরুরীভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০১/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.