নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের বেতন-ভাতা নিয়মিত রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে জোরপূর্বক পদত্যাগ এর পেছনে যাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ রয়েছে তাদের বিষয়ে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৪ জানুয়ারি মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে সম্প্রতি মাউশি, শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে মন্ত্রণালয়। ঐ বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়।
ঐ অফিস আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/সহকারী শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্তা বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ১ নম্বর সূত্রের মাধ্যমে একটি পত্র/আদেশ জারি করা হয়েছে। সম্প্রতি সকল জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মহোদয়ের সভাপতিত্বে গত ১৭/১২/২০২৪ তারিখে উল্লিখিত বিষয়সহ অন্যান্য বিষয়ে জুম লিংক এর মাধ্যমে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অন্যান্য সিদ্ধান্তের সাথে উল্লিখিত বিষয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহিত হয়: “জোরপূর্বক পদত্যাগ এর পেছনে যাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ রয়েছে তাদের বিষয়ে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর মন্ত্রণালয় যথাযথ নির্দেশনা জারী করবে। তদন্ত প্রতিবেদন আইন ও বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকের বেতন-ভাতা চালু থাকবে।”
এমতাবস্থায়, উল্লিখিত সিদ্ধান্তের আলোকে জরুরীভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.