নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৩৩তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হুসাইন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।
শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তাদের অ্যাসোসিয়েশনের ৩০ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে তিনজন কর্মকর্তা সহ সভাপতি পদে নির্বাচিত হন। তারা হলেন-বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক নুসরাত আজমেরী হক, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বাহলুল, আরআরআরসির সিনিয়র সহকারী সচিব ফাহমি মো. সায়েফ। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রফিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল হাই মোহাম্মদ আনাছ, দুদক কমিশনারের একান্ত সচিব মো. আশিকুর রহমান চৌধুরী এবং গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল রানা।
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী একান্ত সচিব মো. মুসফিকুল আলম হালিম, উন্নয়ন ও গবেষণা সম্পাদক পদে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক মুনতাসির হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ, আইসিটি সম্পাদক পদে নাটোরের জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া, দফতর সম্পাদক পদে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরের একান্ত সচিব মো. শাহিদুল আলম, আইন বিষয়ক সম্পাদক পদে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্ল্যাহ আল মামুন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার এবং উপ-কোষাধ্যক্ষ পদে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. বরমান হোসেন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরের জামান চৌধুরী, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রওশন আলী, বিআরটিএ খুলনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ, মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রনি আলম নুর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার স্টাফ অফিসার মো. আক্তার হোসেন শাহিন এবং সুনামগঞ্জের তাহিরপুরের ইউএনও মো. আবুল হাসেম।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.