এইমাত্র পাওয়া

মুন্সীগঞ্জে অধ্যক্ষকে বহাল রাখার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় সাময়িক বরখাস্ত হওয়া গজারিয়া কলিম উল্লাহ কলেজের অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজাকে তার স্বপদে বহালের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী সীয়াম, কিবরিয়া, জিহাদ, শিফাত, শাকিলসহ আরও অনেকে।

এ বিষয়ে অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা বলেন, আমাকে যেভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে তা সঠিক হয়নি। এডহক কমিটি কখনো অধ্যক্ষকে বরখাস্ত করার ক্ষমতা রাখে না। বিষয়কে নিয়ে আমি উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করলে আদালত আমার সাময়িক বরখাস্তের আদেশটি স্থগিত করে এবং একটি রুল জারি করেন। ম্যানেজিং কমিটি আদালতের স্থগিতাদেশটি স্থগিত চেয়ে উচ্চ আদালতে আপিল করলে সেটি খারিজ হয়ে যায়। আইন অনুযায়ী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতে আমার আর কোনো বাধা থাকার কথা নয় কিন্তু আমাকে সেটা করতে দেওয়া হচ্ছে না। আমি কলেজে গেলেই আমাকে সেখানে প্রবেশ করতে বাধা দেওয়া হয় এমনকি আমাকে হাজিরা খাতায় স্বাক্ষর পর্যন্ত করতে দেওয়া হয় না। আমার সঙ্গে যেটা করা হচ্ছে সেটা একদিকে যেমন অমানবিক অন্যদিকে দেশের সর্বোচ্চ আদালতের আদেশের সুস্পষ্ট লঙ্ঘন।

আন্দোলনের বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসাম্মৎ খালেদা নাহার বলেন, আজকে যারা আন্দোলন করছে তারা সাবেক অধ্যক্ষের দ্বারা প্রভাবিত হয়ে আন্দোলন করছে। আমরা শুনতে পেয়েছি লক্ষাধিক টাকার প্রলোভন দেখিয়ে তাদের আন্দোলনে নামানো হয়েছে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, আদালতের সিদ্ধান্তের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আদালতের নির্দেশে যদি তিনি দায়িত্ব পালনের সুযোগ পান তবে তাকে বাধা দেওয়া বৈধ নয়। ম্যানেজিং কমিটি কেন তাকে দায়িত্ব পালন করতে দিচ্ছেন না তা আমার জানা নেই।

উল্লেখ্য, আর্থিক অনিয়মসহ নানা বিষয়ে ৪০টির বেশি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ৮ অক্টোবর গজারিয়া কলিম উল্লাহ কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করে প্রতিষ্ঠানটির এ্যডহক কমিটি। তবে প্রথম থেকেই এসব অভিযোগ অস্বীকার করছেন প্রতিষ্ঠানটির সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.