বরগুনাঃ আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আয়ারল্যান্ড প্রবাসীর পিতা শাহজাহান হাওলাদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
শুক্রবার দিবাগত রাত (২৭ ডিসেম্বর) আড়াইটার সময় ঐ শিক্ষকের ঘরের পিছনের কাঠের দরজা ভেঙে ডাকাতদল প্রবেশ করে। ডাকাতরা নগদ অর্থ ও স্বর্নালংকারসহ ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে গৃহকর্তা শিক্ষক শাহজাহান মিয়া দাবি করেন। ডাকাতি সংঘটিত করার সময় ডাকাতরা গৃহকর্তা শিক্ষক ও তার স্ত্রী রেহেনা বেগম (৫০) কে পিটিয়ে আহত করে।লাখ টাকা জরিমানা দিয়ে রক্ষা
গৃহকর্তা শিক্ষক শাহজাহান হাওলাদার জানান, শুক্রবার রাত অনুমান আড়াইটার দিকে তার বসত ঘরের পিছনের দরজা ভেঙে মুখোশ পরিহিত ৫/৬ জন ডাকাত দলের সদস্য ঘরে প্রবেশ করে।
ধারালো অস্রের ভয় দেখিয়ে তাকে ও তার স্ত্রীকে বেঁধে ঘরের আলমারি ভেঙে তার মধ্যে থাকা প্রায় ১০ ভরি স্বর্নালংকার ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে যায়। ওই সময় বাঁধা দিলে ডাকাতরা আমাকে ও স্ত্রীকে মারধর করে। এই ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে আমতলী থানার অফিসার ইনচার্জ মো.আরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ডাকাতির বিষয় পুলিশের একাধিক টিম কাজ করছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.