নেত্রকোনাঃ নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার সাতগাঁও গ্রামের এক প্রাথমিক শিক্ষকের বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষকের দাবি, ডাকাতরা তার পরিবারের সদস্যদের জিম্মি করে ৫০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ নিয়ে গেছে।
তবে পুলিশ বলছে, এটি ডাকাতি নয়, দস্যুতাবৃত্তি। ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার রাতে শিক্ষক আজহার মাহমুদের বাড়িতে এ ঘটনা ঘটে। আজহার মাহমুদ বানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
আজহার মাহমুদ জানান, মঙ্গলবার রাতে তিনি জেলা সদরে ছিলেন। আর তার বাবা গোলাম আহমেদ আকন্দ ও তার স্ত্রী-সন্তানেরা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে পাঁচ-ছয়জন ব্যক্তি তার বাড়িতে যায়। তারা জনৈক মৃত ব্যক্তিকে গোসল করানোর সহায়তা চেয়ে তার বাবাকে ডেকে তোলে। এরপর ওই ব্যক্তিরা তার বাবার হাত-পাঁ বেঁধে এবং তার স্ত্রী-সন্তানদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি থেকে ৫০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ নিয়ে যায়।
ঘটনায় জড়িত কয়েকজনকে তার বাবা চিনতে পেরেছেন বলে জানান আজহার। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং দুই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। আটকরা হচ্ছে, একই গ্রামের আব্দুল ও সবুজ।
এ ব্যাপাওে জানতে চাইলে জেলা পুলিশের বিশেষ শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান বলেন, ‘এটি ডাকাতির মতো কোন ঘটনা না। দস্যুতাবৃত্তির ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
আজহার মাহমুদ জানান, তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। এর আগে গত শনিবার রাতে পূর্বধলা উপজেলার হিরণপুর ও জিগাতলা গ্রামের দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.