এইমাত্র পাওয়া

ঢাবি শিক্ষার্থীদের পিকনিক বাসের ধাক্কায় মিনিবাসের ২ যাত্রী নি-হ-ত

চট্টগ্রামঃ চট্টগ্রামের পটিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী পিকনিকের একটি বাসের ধাক্কায় যাত্রীবাহী মিনিবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাবির গাড়িটি ও চালককে আটক করা হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভাইয়ার দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষাসফরের বাস থেকে একটি মিনিবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিনিবাসের দুই যাত্রী নিহত হন। এ সময় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সড়কের পাশে খাদে ছিটকে পড়ে। এ ঘটনায় ২ যাত্রী নিহত ও ৪ জন আহত হন।

নিহতরা হলেন, পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের নুর নবীর ছেলে মো. ভোলা (৫০) ও একই এলাকার সাবু (৬০)।

নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা গেছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি পিকনিকের বাস পেছন থেকে একটি মিনিবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিনি বাসের দুই যাত্রী নিহত হয়। গাড়ি ও চালককে আটক করা হয়েছে।”

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা শিক্ষাসফরে দুইটি বাসে করে যাচ্ছিলেন। দুটি বাসে ইসলামিক স্টাডিজ বিভাগের ৬৫ জন শিক্ষার্থী ছিলেন। এর একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.